রাশিয়ার বিরুদ্ধে ইইউ’র দেওয়া নিষেধাজ্ঞাকে সমর্থন হাঙ্গেরির

প্রকাশ : 2022-02-27 08:39:09১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

রাশিয়ার বিরুদ্ধে ইইউ’র দেওয়া নিষেধাজ্ঞাকে সমর্থন হাঙ্গেরির

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান অব্যাহত রয়েছে। রাজধানী কিয়েভের বিভিন্ন অঞ্চলে তীব্র হামলা ও বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। রুশ বাহিনী ধ্বংস করেছে বিভিন্ন বিমানঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। রয়টার্সের প্রতিবেদন।

এমন পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-সহ বিভিন্ন দেশ ও সংগঠন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এদিকে, ইইউ’র দেওয়া সব নিষেধাজ্ঞাকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে হাঙ্গেরি। শনিবার ইউক্রেন-হাঙ্গেরি সীমান্তে এমনটি বলেছেন দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। 

হাঙ্গেরির প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘হাঙ্গেরি স্পষ্ট জানিয়ে দিচ্ছে যে, আমরা সব নিষেধাজ্ঞাকে সমর্থন করছি। কোনো কিছুতেই বাধা দেব না। ইইউর প্রধানমন্ত্রীরা যেসব বিষয়ে একমত হতে সক্ষম হয়েছে, আমরা তা মেনে নিয়েছি এবং সমর্থন করছি।’

শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উল্লেখ করে ভিক্টর অরবান বলেন, এখন সময় ঐক্যবদ্ধ হওয়ার। কারণ এটা যুদ্ধ।