রাশিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ ঘোষণা এস্তোনিয়ার

প্রকাশ : 2022-10-19 07:50:28১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

রাশিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ ঘোষণা এস্তোনিয়ার

রাশিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে আখ্যা দিয়েছে ইউরোপের দেশ এস্তোনিয়া। দেশটির আইনপ্রণেতাদের দেওয়া এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়। তারা ইউক্রেনে রুশ অভিযানের নিন্দাও জানিয়েছেন।

দেশটির ১০১ এমপির মধ্যে ৮৮ জন মঙ্গলবার ‘রাশিয়াকে সন্ত্রাসী রাষ্ট্র’ ঘোষণার পক্ষে সায় দেন আর ১০ জন অনুপস্থিত ছিলেন। তিন জন এমপি ভোট দানে বিরত থাকেন।

এক বিবৃতিতে বলা হয়, ‘রাশিয়াকে সন্ত্রাসী রাষ্ট্র এবং রুশ ফেডারেশনকে সন্ত্রাসবাদকে মদদ দেওয়া দেশ’ হিসেবে ঘোষণা করছে পার্লামেন্ট।

বিবৃতিতে আরও বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পারমাণবিক হামলার হুমকি গোটা ইউরোপ ও বিশ্বকে ভয়াবহ বিপদের দিকে ঠেলে দিয়েছে।

সূত্র: আল জাজিরা