রাশিয়াকে অ্যালুমিনা দেবে না অস্ট্রেলিয়া
প্রকাশ : 2022-03-20 11:18:24১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ইউক্রেনে সামরিক অভিযানের জেরে রাশিয়ায় অ্যালুমিনা ও অ্যালুমিনিয়াম আকরিক রফতানি বন্ধ করে দিলো অস্ট্রেলিয়া। রবিবার এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
অস্ট্রেলীয় সরকার বিবৃতিতে জানিয়েছে, রাশিয়া তার অ্যালুমিনিয়ামের চাহিদার প্রায় ২০ শতাংশ অস্ট্রেলিয়ার ওপর নির্ভর করে থাকে। আর এই পদক্ষেপটি রাশিয়ার অ্যালুমিনিয়াম উৎপাদনের ক্ষমতা অনেকটা সীমিত করবে। এটি মস্কোর জন্য গুরুত্বপূর্ণ একটি রফতানি।
সরকার আরও জানিয়েছে, জ্বালানি সংকটের চাহিদা মেটাতে ইউক্রেনকে ৭০ হাজার টন কয়লা সহায়তা করবে অস্ট্রেলিয়া সরকার।
ইউক্রেনের হামলার কারণ দেখিয়ে সম্প্রতি দেশটির একাধিক ব্যাংক ও সরকারি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে স্কট মরিসন সরকার। প্রথম থেকেই ইউক্রেন যুদ্ধের বিপক্ষে অবস্থান নিয়েছে দেশটি।
শুধু অস্ট্রেলিয়া নয়, যুক্তরাষ্ট্রসহ ইউরোপের বিভিন্ন দেশ একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে পুতিন, রাশিয়ার ধনকুবেরসহ দেশটির আর্থিক প্রতিষ্ঠানকে লক্ষ্য করে।