রাজের বিপরীতে কাজ করতে আগ্রহী নয় মিম
প্রকাশ : 2022-11-22 13:05:29১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। তার স্বামী অভিনেতা শরিফুল রাজ। সম্প্রতি রাজ অভিনীত ‘পরাণ’ এবং ‘দামাল’সিনেমা দুটি দর্শকদের মন জয় করে নিয়েছে। তার দুটি ছবিতে নায়িকা হিসেবে ছিলেন বিদ্যা সিনহা মিম।
সোমবার সন্ধ্যা অভিনেত্রী পরীমনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘শরিফুল রাজ কখনোই একজন নায়িকা নির্ভর আর্টিস্ট না। সরি দিদি।’
এদিকে প্রায় এক বছর আগে পরিচালক রায়হান জুয়েলের ‘পথে হলো দেখা’ ছবিতে চুক্তি করেছিলেন বিদ্যা সিনহা মিম। ছবিটিতে তার বিপরীতে শরীফুল রাজকে নেওয়ার কথা ছিল। কিন্তু বুধবার মিম ছবির পরিচালকে জানিয়েছেন, রাজের বিপরীতে তিনি আর কাজ করতে আগ্রহী নন।