রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবন ভেঙে ৭ শ্রমিক আহত

প্রকাশ : 2024-01-30 13:54:40১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবন ভেঙে ৭ শ্রমিক আহত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের একটি অংশ ভেঙে পড়েছে। এতে আহত অবস্থায় অন্তত সাত নির্মাণশ্রমিক আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ হলের সামনে নির্মাণাধীন এ এইচ এম কামারুজ্জামান হলে এ দুর্ঘটনা ঘটে। নিচে কেউ চাপা পড়েছেন কি না, তা তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেননি সংশ্লিষ্ট ব্যক্তিরা।

বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মো. সুলতান-উল-ইসলাম বলেন, শ্রমিকেরা ওপরের দিকে কাজ করছিলেন। নিচে কেউ চাপা পড়ার কথা নয়। তবে ফায়ার সার্ভিস উদ্ধারকাজ শুরু করেছে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি তিন শ্রমিক হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার আজাদুল (৩৫), চাঁপাইনবাবগঞ্জের অনুপনগর এলাকার সিফাত (২২) ও রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পাহাড়পুর এলাকার সিহাব (২৫)।

প্রক্টর আসাবুল হক বলেন, সেখানে ৯ শ্রমিক কাজ করছিলেন। এক শ্রমিক বলেছেন, তাঁদের সাতজন আহত হয়েছেন।