রাজশাহীতে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন
প্রকাশ : 2025-10-20 18:55:52১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

রাজশাহীতে উদযাপিত হয়েছে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস। এ উপলক্ষে সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে শোভাযাত্রিেট বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কমিশনারের কার্যালয়ের কনফারেন্স রুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে রাজশাহী বিভাগীয় ও জেলা পরিসংখ্যান কার্যালয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। এসময় বক্তারা বলেন, টেকসই উন্নয়নের জন্য নির্ভুল ও নির্ভরযোগ্য পরিসংখ্যান অপরিহার্য। পরিকল্পনা প্রণয়ন থেকে শুরু করে জাতীয় বাজেট প্রণয়ন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন প্রতিটি ক্ষেত্রেই গুণগত তথ্যের ভ‚মিকা অত্যন্ত গুরুত্বপ‚র্ণ। তারা আরও বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও তথ্য সংগ্রহে দক্ষতা বৃদ্ধি করতে পারলেই দেশের পরিসংখ্যান খাত আরও শক্তিশালী হবে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, পরিসংখ্যানবিদ ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন।