রাজনৈতিক অস্থিরতায় নিরাপদ যাত্রার নিশ্চয়তা দিচ্ছে মেট্রোরেল

প্রকাশ : 2023-11-22 15:11:06১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

রাজনৈতিক অস্থিরতায় নিরাপদ যাত্রার নিশ্চয়তা দিচ্ছে মেট্রোরেল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে লাগাতার হরতাল-অবরোধ দিয়ে যাচ্ছে বিএনপি ও সমমনা দলগুলো। প্রতিদিনই আগুন দেওয়া হচ্ছে গণপরিবহনে। তবে সেসব ঝুঁকি নিয়েই প্রতিদিন কর্মস্থলে যেতে হচ্ছে পেশাজীবীদের। দেশের এই রাজনৈতিক অস্থিরতায় যাত্রীদের ভরসা এখন মেট্রোরেলে। গণপরিবহনে অগ্নিসন্ত্রাসের ঝুঁকি থাকায় নিরাপদে গন্তব্যে পৌঁছাতে মেট্রোরেলের বিকল্প নেই বলে মনে করছেন যাত্রীরা। তবে স্বাচ্ছন্দ্যে অফিস যেতে পারলেও বিকেলে ঝুঁকি নিতেই হচ্ছে। তাই যাত্রীদের দাবি, দ্রুত চলাচলের সময় বাড়াতে।

ঝুঁকিপূর্ণ এমন সময়ে নিরাপদ যাত্রার নিশ্চয়তা দিচ্ছে মেট্রোরেল। অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা থেকে রক্ষা পেতে যাত্রীরা ঝুঁকেছেন মেট্রোরেলে।

প্রতিদিন মতিঝিল-উত্তরা কর্মস্থলে যাতায়াত করা যাত্রী আবুল বাসার খান বলেন, রাজনৈতিক এই অস্থিরতার মধ্যে, যেখানে প্রতিদিনই গাড়িতে আগুন দেওয়া হচ্ছে, বাসে আগুন দেওয়া হচ্ছে এখন নিরাপদ চলাচলে মেট্রোরেলই ভরসা।

মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলে সকাল সাড়ে ১১টা পর্যন্ত। ফলে ফেরার ক্ষেত্রে আবার বাসের মত গণপরিবহনেই উঠতে হচ্ছে কর্মজীবীদের। যাত্রীদের দাবি, সময় বাড়ানোর।

যাত্রী শাহজাহান খান সাজু বলেন, সকালে অফিসে যাওয়ার সময় মেট্রোরেলে যেতে পারলেও আসার সময় সমস্যা হয়ে যায়। তাই বিকাল ৪টা থেকে ৭টা পর্যন্ত মেট্রোরেল চালু হলে চলাচলে আরও গতি আসবে।

প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলছে মেট্রোরেল। কর্তৃপক্ষ বলছে, ধাপে ধাপে বাড়ানো হবে চলাচলের সময়।

 

কা/আ