রাজধানী থেকে ৫৫ জন গ্রেফতার
প্রকাশ : 2021-09-13 11:36:22১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মাদক বিক্রি ও সেবনের দায়ে রাজধানী থেকে ৫৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে ডিএমপি মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অভিযানে আসামিদের কাছ থেকে ৮৯৮ পিস ইয়াবা, ৪০২ গ্রাম ৩২৯ পুরিয়া হেরোইন, ৩ কেজি ১৭০ গ্রাম গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা দায়ে করা হয়েছে বলেও জানান তিনি।