রাজধানীর যেসব এলাকায় বৃহস্পতিবার গ্যাস থাকবে না
প্রকাশ : 2023-10-18 15:28:03১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
গ্যাস পাইপলাইনের জরুরি প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (১৮ অক্টোবর) তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানির পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আগামীকাল (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সাত ঘণ্টা মগবাজার-মৌচাক-মালিবাগ রেলগেট পর্যন্ত রেললাইনের উত্তর পার্শ্বে নয়াটোলা, গাবতলা, গ্রীনওয়ে, পেয়ারাবাগ, মধুবাগ, মগবাজার টিএন্ডডি কলোনি, জাহাবক্স লেন, মীরবাগ এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
কা/আ