রাজধানীতে বাস সংকট, যাত্রীদের ভোগান্তি
প্রকাশ : 2022-08-24 11:28:18১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাসের অপেক্ষায় অফিসগামী মানুষ। দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস বুধবার (২৪ আগস্ট) সকাল আটটা থেকে শুরু হয়েছে। প্রথম দিন সকালে রাজধানী ঢাকায় গণপরিবহনের সংখ্যা কম দেখা গেছে।
সকালে ঢাকায় প্রায় প্রতিটি বাসে যাত্রীদের দাঁড়িয়ে যেতে দেখা গেছে। অনেককে বাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতেও দেখা গেছে।
মৌচাক এলাকায় সকাল সাতটা থেকে আটটা পর্যন্ত অবস্থান করে দেখা যায়, নতুন সময়ে অফিস ধরতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ব্যক্তিগত গাড়ি, স্টাফ বাস ও মোটরসাইকেলে যাচ্ছেন। রাজধানীর প্রায় সব জায়গায় একই অবস্থা বিরাজ করছে।
যে বাস ছিল, তার প্রায় প্রতিটিতে যাত্রীরা দাঁড়িয়ে গেছেন। বাসে নারীদেরও দাঁড়িয়ে যেতে দেখা গেছে।
বাসের জন্য অনেক সময় অপেক্ষা করতে দেখা গেছে অফিসগামী যাত্রীদের। নির্দিষ্ট গন্তব্যে বাস পেতেও সমস্যায় পড়তে হয়েছে অনেককে। সাধারণ মানুষও বাস না পেয়ে ভোগান্তির শিকার হয়েছেন।
আদালতও আজ থেকে সকাল আটটায় খুলছে। ফলে, আইন পেশায় নিয়োজিত ব্যক্তিরাও সকালে বের হয়েছেন।
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা সরকারি অফিসের সময় এক ঘণ্টা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ব্যাংকের লেনদেনের সময়ও এগিয়ে আনা হয়েছে। এছাড়া সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি থাকবে দুই দিন। গত সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।