রাজধানীতে বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশ : 2025-01-13 13:38:48১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

রাজধানীতে বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজধানী কদমতলীর মোহাম্মদবাগ মাজারগলি এলাকার একটি বাসা থেকে মো. আবির হোসেন(২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) রাত দেড়টার দিকে এই ঘটনা ঘটে।

নিহত আবিরের মামাতো ভাই সেলিম জানান, আবির তার মায়ের কাছে ৫ হাজার টাকা চেয়েছিল। এ সময় টাকা না দেওয়ায় অভিমান করে আবির রুমের দরজা বন্ধ করে দেয়। এরপর দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। মায়ের মঙ্গে অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

কা/ আ