রংপুরে মেসার্স আদিবা ট্রেডার্সের উদ্ধোধন করলেন বাণিজ্যমন্ত্রী

প্রকাশ : 2022-03-21 09:54:58১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

রংপুরে মেসার্স আদিবা ট্রেডার্সের উদ্ধোধন করলেন বাণিজ্যমন্ত্রী

রংপুরের আরসিসি রোড বোতলার দোলা এলাকায় মেসার্স আদিবা ট্রেডার্স নামে রড সিমেন্টের ব্যবসা প্রতিষ্ঠানের শো-রুম রবিবার উদ্ধোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি এমপি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সারাই ইউপি চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম, কে এসআরএম রড কোম্পানির বগুড়ার অ লের এজিএম (মার্কেটিং এন্ড সেল্স) মোঃ মাসুম বিল্লাহ, রংপুর সিটির পৌর কাউন্সিলর, মেসার্স আদিবা ট্রেডার্সের স্বত্বাধিকারী মোঃ আলতাব হোসেন প্রমূখ। প্রধান অতিথি টিপু মুনশি এমপি ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে আদিবা ট্রেডার্সের উদ্ধোধন করেন। পরে দোয়া করা হয়।