রংপুরে পল্লী উন্নয়ন বোর্ড এর ৩ দিনব্যাপী টুপি তৈরি প্রশিক্ষণ
প্রকাশ : 2023-11-16 16:38:22১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কাউনিয়ায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক বাস্তবায়িত দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো ২য়-পর্যায়) এর আওতায় তিন দিন ব্যাপী আয়বদ্ধন মূলক টুপি তৈরি প্রশিক্ষণ বৃহস্পতিবার বিআরডিবি হল রুমে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে কাউনিয়া উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোছাঃ আফসানা জাহান এর সভাপতিত্বে প্রশিক্ষনের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক। বক্তব্য রাখেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মোস্তাফিজার রহমান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো) মোঃ আবু নাসির সরকার, হিসাব সহকারী মোঃ আরিফুজ্জামান প্রমূখ। প্রশিক্ষণে ৩০ জন সুফলভোগী মহিলা অংশগ্রহণ করেন। পরে তাদের মাঝে টুপি তৈরি বিভিন্ন উপকরণসহ সার্টিফিকেট প্রদান করা হয়।
সান