রংপুরে উপজেলা ছাত্রলীগ বিভিন্ন উইনিয়নে দারিদ্র কৃষকের ধান কেটে গোলায় তুলে দিচ্ছে

প্রকাশ : 2023-05-14 11:58:26১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

রংপুরে উপজেলা ছাত্রলীগ বিভিন্ন উইনিয়নে দারিদ্র কৃষকের ধান কেটে গোলায় তুলে দিচ্ছে

শ্রমিক সংকটে অল্প সময়ে ধানকাটা নিয়ে দুশ্চিন্তায় পড়ে দরিদ্র কৃষকরা। এরই মাঝে ঘুর্ণিঝড় মোখার আগমন ঘটার আবহাওয়া অফিসের সর্তকবার্তা। সোনালী ফসল ঘওে তুলতে কৃষক যখন চিন্তিত ঠিক তখনই তাদের পাশে দাঁড়িয়েছে কাউনিয়া ছাত্রলীগ কর্মীরা। কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় কৃষকের কাঁধে কাঁদ মিলিয়ে শুক্রবার উপজেলার কুর্শা ইউনিয়নের দরিদ্র কৃষক গিয়াস উদ্দিনের ধান কাটে তা মারাই করে দিল ছাত্র লীগের কর্মীরা। ধানাকাটায় অংশ নেয় উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ইমরান হোসেন, সাকিবুল ইসলাম রিছন, আব্দুর রাজ্জাক, সোহেল রানাসহ প্রায় ৩০জন ছাত্রলীগ কর্মী। ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, মাঠে ধান যতদিন থাকবে ততদিন তারা ধান কাটার কাজ অব্যাহত রাখবে। মাঠে ছাত্রলীগের নেতা কর্মীদের ধানে কাটার কাজে সহযোগিতায় করায় কৃষকরা বেশ খুশি। অপর দিকে দুর্যোগে সোনালী ধান নষ্ট হওয়ার আগেই ঘরে তুলতে হবে কৃষকের এই চিন্তায় পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ কর্মীরা। 

গত বৃহস্পতিবার উপজেলার বালাপাড়া ইউপির হরিশ্বর গ্রামের সাবিত্রী রানীর ধান কেটে মাড়াই করে ঘরে পৌঁছে দিয়েছে ছাত্রলীগ কর্মীরা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক হোমায়রা ইসলাম চাঁদনী ও যুগ্ন আহবায়ক জামিল হোসাইন, সদস্য বিপ্লব হোসেন, মাইদুল ইসলামসহ প্রায় ৪০জন ছাত্রলীগ কর্মী। ছাত্রলীগের এমন মহৎ কাজকে সাধুবাদ জানিয়েছ সুশীল সমাজ ও এলাকাবাসী।