রংপুরের কাউনিয়ায় জাসাসের আলোচনা সভা ও সদস্য ফরম বিতরণ
প্রকাশ : 2025-09-18 19:08:48১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কাউনিয়া উপজেলা শাখার উদ্যোগে গত বুধবার রাতে আলোচনা সভা ও সদস্য ফরম বিতরণী অনুষ্ঠান দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সাবেক যুবদল নেতা জিয়াউর রহমান সোহেলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা জাসাসের সদস্য সচিব উৎপল কুমার ভৌমিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, আলমগীর চৌধুরী লিটন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রওশন আরা রতœা, জাসাস জেলা শাখার আহবায়ক নুরুজ্জামান মানিক, সিনিয়র যুগ্ন আহবায়ক ডাঃ লিম্মি জামান, জিয়া পরিষদ উপজেলা শাখার আহবায়ক ও তিস্তা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শাহ মোবাশে^রুল ইসলাম রাজু। সঞ্চালনা করেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আব্দুল হালিম। পরে কর্মীদের মাঝে সদস্য ফরম বিতরণ করা হয়।