রংপুরের কাউনিয়ায় খামারি অ্যাপ ব্যবহার বিষয়ক কর্মশালা
প্রকাশ : 2025-10-30 18:15:41১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাংলাদেশ স্মার্ট কেসের অগ্রযাত্রার অংশ হিসেবে উদ্ভাবিত খামারি মোবাইল অ্যাপ বিষয় পরিচিতি কর্মশালা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আকতার এর সভাপতিত্বে কর্মশালায় ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন এসিস্টেন্ট সোসিও ইকোনোমিস্ট ক্রপ জোনিং প্রকল্প বিএআরসি মোঃ রিয়াজুল হক, রিসোর্ট সেনসিং এনালিস্ট ক্রপ জনিং প্রকল্প বিএআরসি মোস্তফা আতিকুল মজিদ। এছাড়া উপজেলার সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তা, উপজেলার সব ইউনিয়ন ও পৌরসভার কৃষকবৃন্দ অংশগ্রহণ করেন। খামারি মোবাইল অ্যাপ-এর স্বত্বাধিকারী বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি)। সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই) ও ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং। অর্থায়ন করেছে কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ) এবং সার্বিক সমন্বয়করেছে শস্য বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল।