যৌথ বাহিনীর অভিযানে মোংলায় অগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ যুবলীগ কর্মী সাদ্দাম ও তার বড় ভাই আটক

প্রকাশ : 2024-09-25 19:14:35১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

যৌথ বাহিনীর অভিযানে মোংলায় অগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সহ যুবলীগ কর্মী সাদ্দাম ও তার বড় ভাই আটক

বাগেরহাটের মোংলায় অস্ত্র বিরোধী অভিযানে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ যুবলীগ কর্মী সাদ্দাম হোসেন [৩৫) ও তার বড় ভাই ফিরোজ আহমেদ [৩৭) কে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার [২৩ সেপ্টে¤॥^র) রাতে পৌর শহরের হাবিব ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের চতুর্থতলার একটি কক্ষ থেকে তাদের আটক করে কোস্টগার্ড ও নৌবাহিনীর একটি যৌথ দল। এ সময় দুটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ জব্দ করা হয়। যৌথ বাহিনীর পক্ষে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম উল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার [২৪ সেপ্টে¤॥^র) দুপুরে বিশেষ অভিযান চালিয়ে পৌরসভার ১ ন¤॥^র ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাবিবুর রহমানের ছেলে যুবলীগ কর্মী সাদ্দাম হোসেন [৩৫) কে ফেরীঘাট এলাকা থেকে আটক করা হয়।  

পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তার প্রাপ্ত তথ্য অনুযায়ী কোস্টগার্ড ও নৌবাহিনীর সমন্বয়ে যৌথ দল রাত সাড়ে ১১টায় পৌর শহরের হাবিব ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলের চতুর্থ তলার একটি কক্ষ থেকে একটি অবৈধ বিদেশী শটগান, একটি অবৈধধ বিদেশী একনলা বন্দুক, ৩৮ রাউন্ড কার্তুজ, দুই রাউন্ড ফাঁকা কার্তুজ, নগদ এক লক্ষ টাকাসহ তার বড় ভাই ফিরোজ আহমেদ (৩৭) কে আটক করে। কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়াম উল হক আরও বলেন, জব্দকৃত অস্ত্র ও আটককৃত ব্যক্তিদের অস্ত্র আইনে মোংলা থানায় মামলা দায়ের করা হয়েছে। 

ঘটনার বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা [ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, বুধবার দুপুরে কোস্টগার্ডের পক্ষ থেকে অস্ত্র আইনে মামলা নেওয়ার পর আসামিদের আদালতের মাধ্যমে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।