যে কোনো সময় গ্রেফতার হতে পারেন ইমরান খান
প্রকাশ : 2023-03-05 17:52:17১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বাসভবন ঘিরে রেখেছে পুলিশ। আশঙ্কা করা হচ্ছে, যে কোনও সময় গ্রেফতার হতে পারেন তিনি।
দ্য ডনের খবরে বলা হয়, পাকিস্তান তেহরিক-ই ইসলাম (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান লাহোরে তার জামান পার্কের বাসভবন থেকে দলীয় কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। এর আগে সেখানে উপস্থিত হয় ইসলামাবাদ এবং পাঞ্জাব পুলিশ।
৭০ বছর বয়সী সাবেক তারকা ক্রিকেটার ২০১৮ থেকে ২০২২ সালের এপ্রিল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। অভিযোগ ওঠে, এ সময়ে ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রীয় দখলে থাকা উপহার কেনাবেচা করেছেন ইমরান। বলা হচ্ছে, লেনদেন করা এসব উপহারের মূল্য ৬ লাখ ৩৫ হাজার ডলারের বেশি।
এই অভিযোগের ভিত্তিতে ২১ অক্টোবর পাকিস্তানের নির্বাচন কমিশন ইমরান খানকে ভোটে অযোগ্য ঘোষণা করে। তার বিরুদ্ধে হয় ফৌজদারি মামলা।
এক টুইট বার্তায় ইসলামাবাদ পুলিশ জানায়, লাহোর পুলিশের সহযোগিতায় ইমরানকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
এতে বলা হয়েছে, পিটিআই প্রধান গ্রেপ্তার এড়াচ্ছেন। কারণ পুলিশ সুপার ইমরানের বাড়িতে গেলে তাকে সেখানে পাননি।
এদিকে ইমরানের বাড়ির সামনে নেতা-কর্মীরাও অবস্থান নিয়েছেন। যদিও পাকিস্তানে স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ জানিয়েছেন, গ্রেপ্তারের আদেশ দিয়েছে আদালত, সরকার নয়।