যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাবতলীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রকাশ : 2025-10-19 19:19:26১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাবতলীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আগামী ২৭শে অক্টোবর-২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার গাবতলী ও পৌর যুবদলের উদ্যোগে দলীয় কার্যালয় ১৯শে অক্টোবর-২৫ রবিবার প্রস্তুতিমূলক সভা উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু'র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

গাবতলী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল হাসান রুহিন ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সাব্বির হাসান, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহব্বত আলী, মিনহাজুল ইসলাম, মশিউর রহমান সুমন, পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, উপজেলা যুবদলের সদস্য আব্দুর রব বাশার, জনি ইসলাম, গোলাম রব্বানী, আব্দুল গনি, আব্দুল কাদের, আমিনুর ইসলাম বাবু, যুবদল নেতা তাজুল ইসলাম, আব্দুর রহমান সুলতান, লুৎফর রহমান, জাহাঙ্গীর আলম মানিক, খোরশেদ আলম, শাহ সুলতান, নাহারুল ইসলাম, আশরাফুল হুদা টপি, নুর আলম, মানিক মিয়া, আল-আমিন, বেলাল হোসেন, সাইফুল ইসলাম, আঞ্জু মন্ডল, জাহাঙ্গীর আলম পোটল, হাসানুর রহমান হাসান, তৌরাদ হোসেন পাইলট, আবু বক্কর, রেজাউল করিম রেজা, দিলবর হোসেন, আলপনা কবির বাবু, মোস্তাফিজার রহমান মোস্তা সহ উপজেলা-পৌর এবং ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।