যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে এখন পর্যন্ত ৯০ জন নিহত

প্রকাশ : 2024-01-22 12:51:31১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে এখন পর্যন্ত ৯০ জন নিহত

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রচন্ড ঠান্ডায় ও শীতকালীন ঝড়ে এখন পর্যন্ত ৯০ জনের মৃত্যু হয়েছে। শুধুমাত্র টেনেসি অঙ্গরাজ্যেই মারা গেছেন ২৫ জন। গত সপ্তাহ থেকে শুরু হওয়া এ ঠান্ডা চলবে এ সপ্তাহের শেষ পর্যন্ত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি জানিয়েছে।

শীতকালীন ঝড়ে টেনেসিতে ২৫ জন এবং ওরেগনে ১৬ জনের মৃত্যু হয়েছে। এরপর ওই দুই অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

টেনেসি এবং ওরেগনে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি হলেও ইলিনয়, পেনসিলভানিয়া, মিসিসিপি, ওয়াশিংটন, কেনটাকি, উইসকনসিন, নিউইয়র্ক, নিউ জার্সি এবং আরও কয়েক জায়গায় প্রাণহানির খবর পাওয়া গেছে।

প্রতিকূল এই আবহাওয়ায় হাজার হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন। বন্ধ রয়েছে স্কুল, ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক কাজ। হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং আট হাজারের মতো ফ্লাইট বিলম্বিত হয়েছে।

ঘন বরফে আচ্ছাদিত সড়কপথে মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। বুধবার বরফের ঝড়ের সময় পোর্টল্যান্ডের একটি পার্ক করা গাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন নিহত হয়েছেন। পরে একটি শিশুকে উদ্ধার করা হয়েছে। কেনটাকিতে বৈরী আবহাওয়ার কারণে পাঁচজনের মৃত্যু হয়েছে।

 

সান