যুক্তরাষ্ট্রে ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি

প্রকাশ : 2023-07-16 16:07:24১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

যুক্তরাষ্ট্রে ভূমিকম্পের পর সুনামির সতর্কতা জারি

যুক্তরাষ্ট্রের আলাস্কা উপদ্বীপ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মাত্রা ছিল ৭ দশমিক ২।  আজ রোববার ভোরে ভূমিকম্পটি অনুভূত হয়।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। ভূমিকম্পের পর কেন্দ্রস্থলের আশপাশের এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

 ইউএসজিএস শুরুতে ভূমিকম্পটির মাত্রা ৭ দশমিক ৪ বলে উল্লেখ করেছিল। পরে তা সংশোধন করে ৭ দশমিক ২ মাত্রা বলে জানানো হয়েছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থলের গভীরতা নিয়ে দেওয়া তথ্যটিও তারা সংশোধন করেছে। 

শুরুতে সংস্থাটি বলেছিল, ভূমিকম্পের কেন্দ্রস্থল ভূগর্ভের ৯ দশমিক ৩ কিলোমিটার গভীরে। এখন সে তথ্য সংশোধন করে বলা হয়েছে এর গভীরতা ৩২ দশমিক ৬ কিলোমিটার (২০ দশমিক ৩ মাইল)।

যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা-বিষয়ক সংস্থার পক্ষ থেকে দক্ষিণ আলাস্কা, আলাস্কা উপদ্বীপে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলোর জন্যও সুনামি সতর্কতা দেওয়া হয়েছে।