যুক্তরাষ্ট্রের ভিসানীতি ও নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন চীনের রাষ্ট্রদূত
প্রকাশ : 2023-10-11 17:48:39১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
যুক্তরাষ্ট্রের ভিসানীতি ও নিষেধাজ্ঞার সমালোচনা করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বুধবার (১১ অক্টোবর) সাভারে এনাম মেডিক্যাল কলেজে চীনের পক্ষ থেকে ডেঙ্গু কিট প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত এ কথা জানান।
তিনি বলেন, বিপদের সময় যে বন্ধু, সেই প্রকৃত বন্ধু। একটি বিশেষ দেশ বাংলাদেশের বন্ধু হিসাবে দাবি করে এবং মানবাধিকার, গণতন্ত্র এবং বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলে। অন্যদিকে তারা নিজেরাই ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে এবং বাংলাদেশের মানুষের ওপর সম্ভাব্য অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা বলে।
চীন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় না জানিয়ে তিনি বলেন, ‘বরং আমরা বাংলাদেশের অর্থনৈতিক সফলতা ও স্থানীয় জনগণের জীবনের মান উন্নয়নে সহায়তা করতে চাই। কে বাংলাদেশের প্রকৃত বন্ধু? জনগণই সেটি বলবে।’
সান