যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওরিয়েন্টাল ব্যাংকের সাবেক এসএভিপি গ্রেফতার

প্রকাশ : 2021-12-18 18:19:29১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওরিয়েন্টাল ব্যাংকের সাবেক এসএভিপি গ্রেফতার

ওরিয়েন্টাল ব্যাংকের সাবেক সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এসএভিপি) মো. আবুল কাশেম মাহমুদুল্লাহকে গ্রেফতার করেছে মুন্সিগঞ্জের শ্রীনগর থানা পুলিশ।

শুক্রবার (১৭ ডিসেম্বর) রাজধানী ঢাকার রূপনগর থেকে গ্রেফতারের পর শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে তাকে মুন্সিগঞ্জ জেলা আদালতে হাজির করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।

তিনি বলেন, গ্রেফতার আবুল কাশেম মাহমুদউল্লাহ টাকা আত্মসাৎ ও প্রতারণার মামলায় যাবজ্জীবন সাজাসহ মোট ১০ মামলায় সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। শুক্রবার রাতে অভিযান চালিয়ে রাজধানীর রূপনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বাড়ি শ্রীনগরে।

জানা যায়, দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ২০১৫ সালে ওরিয়েন্টাল ব্যাংকের প্রিন্সিপাল শাখার সাবেক সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. আবুল কাশেম মাহমুদুল্লাহসহ সাত কর্মকর্তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ দেওয়ার অভিযোগে করা মামলায় তাদের দোষী সাব্যস্ত করে রায় দেন ঢাকার ৫নং বিশেষ জজ আদালতের বিচারক ড. আকতারুজ্জামান।

দণ্ডপ্রাপ্ত অপর ছয় আসামি হলেন, ওরিয়েন্টাল ব্যাংকের প্রিন্সিপাল শাখার সাবেক সিনিয়র ভাইস চেয়ারম্যান শাহ মো. হারুন, সিনিয়র সহকারী ভাইস চেয়ারম্যান আবুল কাশেম মহামুদউল্লাহ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ইমামুল হক, ব্যাংক কর্মকর্তা ফজলুর রহমান, তরিকুল আলম ও কামরুল ইসলাম।

রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি অপর দুই মামলায় তাদের প্রত্যেককে সাত বছর করে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া সবার এক কোটি সাত লাখ ৯৫ হাজার ৮১৮ টাকা করে জরিমানাও করেন আদালত।

২০০৬ সালের ২৯ ডিসেম্বর বিধিবহির্ভূতভাবে ঋণ প্রস্তাব ও অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের উপ-পরিচালক সৈয়দ আহম্মেদ তেজগাঁও থানায় মামলাটি করেন। ২০১২ সালের ৩১ ডিসেম্বর দুদকের উপ-পরিচালক আদালতে অভিযোগপত্র দাখিল করেন।