যাত্রীবেশে অটোরিকশা চুরি, চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার
প্রকাশ : 2023-10-23 11:06:27১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
যাত্রীবেশে অটোরিকশা চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ। রবিবার (২২ অক্টোবর) তথ্য-প্রযুক্তি ব্যবহার করে ময়মনসিংহ, গাজীপুর ও রংপুরের বেশ কিছু স্থানে অভিযান চালিয়ে দুই নারীসহ এই পাঁচ চোরকে ধরা হয়।
তারা হলেন- কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কান্দিপাড়ার দুলাল মিয়ার স্ত্রী হালিমা বেগম (২৭), দুলাল মিয়া (২৭), গাজীপুরের কোনাবাড়ি উপজেলার রানা মিয়ার স্ত্রী বেগম ফাতেমা (২৩), রংপুর জেলার হারাগাছ ইউনিয়নের মৃত মালেকের ছেলে মেহেদি হাসান (২৭) ও ময়মনসিংহের ভালুকা উপজেলার কাশর উপজেলার মৃত উরুস্তম্ভ আলীর ছেলে এবাদুল হক (৩৭)।
লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক বলেন, গ্রেফতার চোর চক্রের সদস্যদের কাছ থেকে পুলিশ কিছু তথ্য পেয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।
কা/আ