যশোরে বৃষ্টিপাতে তলিয়ে গেছে বিভিন্ন এলাকা

প্রকাশ : 2024-07-07 12:11:04১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

যশোরে বৃষ্টিপাতে তলিয়ে গেছে বিভিন্ন এলাকা

দফায় দফায় হওয়া বৃষ্টিতে তলিয়ে গেছে যশোর পৌরসভার বিভিন্ন এলাকা। ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। ড্রেন উপচে সড়ক, ঘরবাড়ি ও দোকানপাটসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে পানি উঠে গেছে। এ পানি নামতে কোথাওে কয়েক ঘণ্টা আবার কোথাও কয়েকদিনও লেগে যেতে পারে।

যশোর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার (৬ জুলাই) যশোরে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১২০ মিলিমিটার। যা এ চলতি মৌসুমে সর্বোচ্চ।

এদিন সকাল থেকে দফায় দফায় ভারি বর্ষণে শহরের বিভিন্ন সড়কে কোথাও কোমর পানি, কোথাও হাঁটু পানি জমে। এদিনের বৃষ্টিতে শহরের প্রায় সব সড়ক তলিয়ে যায়। শহরের খড়কি এলাকার শাহ আবদুল করিম সড়ক, ধর্মতলা রোড, আপন মোড়, রাসেল চত্বর মোড়, মুজিব সড়কের রেলগেট এলাকা, নাজির শংকরপুর, খড়কি রূপকথা মোড়, বেজপাড়া চিরুনিকল মোড়, টিবি ক্লিনিক মোড়, মিশনপাড়া, আবরপুর, বিমানবন্দর সড়ক,  শংকরপুর চোপদারপাড়া, স্টেডিয়ামপাড়ার সড়কসহ বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায় অধিকাংশ সড়কেই পানি জমেছে। অনেক সড়কে হাঁটুপানি হয়েছে। এছাড়াও পুকুর, মাঠ-ঘাট, পতিত জমি পানিতে ডুবে গেছে।

এদিকে শহরের বেশ কিছু সরকারি ও বেসরকারি অফিসের সামনে পানি উঠেছে। এর মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিস, শিক্ষাবোর্ড ও জনস্বাস্থ্য অধিদপ্তর, যশোর সরকারি এমএম কলেজ, যশোর সরকারি মহিলা কলেজ, পানি উন্নয়ন বোর্ড, ফায়ার সার্ভিস অফিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খাদ্য গুদাম অন্যতম। এসব প্রতিষ্ঠান স্বাভাবিক কার্যক্রম চালাতে সংশ্লিষ্টদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী এস এম শরীফ হাসান বলেন, শহরবাসীর অসচেতনতার কারণেও নালার পানিপ্রবাহ বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রাস্তা, নালা সংস্কার ও নির্মাণের জন্য এমজিএসপি প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। 

বর্ষায় এই ভোগান্তি দূর করতে মুক্তেশ্বরীর সঙ্গে সংযোগ খাল স্থাপনের পরিকল্পনার কোথাও জানান তিনি।

সা/ই