যদি কোনো ভোটার বলেন বাধা পেয়েছি ,আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে- ইসি রাশেদা
প্রকাশ : 2023-12-21 15:54:12১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, যদি কোনো ভোটার বলেন বাধা পেয়েছি, কেউ ভয় দেখিয়েছে, আতঙ্কিত করার চেষ্টা করেছে তাহলে প্রমাণের প্রয়োজন নেই। আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।
রাশেদা সুলতানা বলেন, ভোট সুষ্ঠু ও উৎসবমুখর করার জন্য যা যা করা প্রয়োজন আমরা তা করবো। নির্বাচনে মাঠ পর্যায়ে যারা কাজ করবে তারা আমাদের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারে, ভোটের পরিবেশ যাতে বিঘ্নিত না হয় সেই জন্য জনপ্রশাসন ও বিভিন্ন বাহিনী দিন-রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছে।
প্রার্থীদের আচরণবিধি নিয়ে তিনি বলেন, আচরণবিধি লঙঘন করলে প্রার্থীদের শাস্তি দেওয়ার পশাপাশি প্রার্থিতা বাতিলের ক্ষমতা নির্বাচন কমিশনের আছে। আমাদের ইচ্ছা অবাধ, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন। ভোটাররা আসবে, ভোটাধিকার প্রয়োগ করবে। এই নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু নিরপেক্ষভাবে করতে পারি সেটাই আমাদের মূল কাজ।
এ সময় রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আনিসুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার জসিম উদ্দিন হায়দার, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, পুলিশ সুপার তারিকুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সান