মোহাম্মদপুর থানাধীন এলাকায় পরিত্যক্ত অবস্থায় ২৯ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : 2025-01-08 14:20:33১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মোহাম্মদপুর থানাধীন এলাকায় পরিত্যক্ত অবস্থায় ২৯ রাউন্ড গুলি উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার এলাকায় অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি শুটারগান, একটি রিভলভার, একটি খালি ম্যাগাজিন, ২৯ রাউন্ড গুলি ও তিনটি ওয়াকি-টকি সেট উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু জানান, অবৈধ অস্ত্র উদ্ধারে দেশে বিশেষ অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ সিপিসি-১ এর একটি দল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি শুটারগান, একটি রিভলভার, একটি খালি ম্যাগাজিন, ২৯ রাউন্ড গুলি ও তিনটি ওয়াকি-টকি সেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন বলেও জানান এএসপি খান আসিফ তপু।

 

সা/ই