মোরেলগঞ্জে পূজা উদ্যাপন পরিষদের নেতা বহিস্কার
প্রকাশ : 2022-08-11 19:55:35১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের মোরেলগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক হরিচাঁদ পোদ্দার ধলুকে বহিস্কার করা হয়েছে। বুধবার বিকেলে পূজা উদযাপন পরিষদ মোরেলগঞ্জ উপজেলা শাখার আহবায়ক শংকর কুমার রায় ও সদস্য সচিব স্বপন কুমার সাহার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন ৭ই আগষ্ট বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের নির্দেশনায় তাকে সংগঠন বিরোধী কার্যকলাপ ও অসাদাচারনের সাংগঠনিক সকল কর্মকান্ড থেকে বিরত থাকা এবং পূজা উদযাপন মোরেলগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদকের পদ থেকে চুড়ান্ত বহিস্কার করা হয়েছে।