মোদি-মমতার জন্য ‘হাড়িভাঙা’ আম পাঠালেন শেখ হাসিনা

প্রকাশ : 2021-07-04 16:04:01১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মোদি-মমতার জন্য ‘হাড়িভাঙা’ আম পাঠালেন শেখ হাসিনা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য হাড়িভাঙা জাতের দুই হাজার ৬০০ কেজি আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার (৪ জুলাই) দুপর ১টার দিকে বেনাপোল বন্দর দিয়ে এ উপহার সামগ্রী ভারতে পাঠানো হয়েছে।

এদিকে উপহারের আমগুলো ভারতে পাঠাতে কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করতে সহযোগিতা করছে রবি ইন্টারন্যাশনাল নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্ট। ভারতের পেট্রাপোল বন্দরের কর্তৃপক্ষের কাছে আমগুলো হস্তান্তর করা হয়েছে।

রবি ইন্টারন্যাশনালের মালিক রবিউল ইসলাম রবি জানান, বাংলাদেশ সরকারের উপহারের এক ট্রাক হাড়িভাঙা আম ভারতে প্রবেশ করেছে। এ আমাগুলো ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল কাস্টমসের (ডিসি) অনুপম চাকমা জানান, ভারত সরকারকে উপহারের ২৬০০ কেজি আম দেওয়া হয়েছে। সকালে উপহারের আমগুলো বেনাপোল বন্দরে এসে পৌঁছালে দ্রুত কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষ করে ভারতে পাঠানো হয়। এ আমগুলো ভারতের কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা, নাভারন সার্কেল (এএসপি) জুয়েল ইমরান, ভারতের পেট্রাপোল কাস্টমসের জয়েন্ট কমিশনার অনিত জয়েন, কাস্টমসের সুপারিন্টেন্ডেন্ট প্রবীণ ঘটক, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।