মেহেরপুর পৌর মেয়রের শীত বস্ত্র বিতরণ 

প্রকাশ : 2022-02-08 09:43:52১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মেহেরপুর পৌর মেয়রের শীত বস্ত্র বিতরণ 

বাংলাদেশ আওয়ামী যুবলীগের নির্দেশনায় মেহেরপুর জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন শীত বস্ত্র বিতরণ করেছেন। সোমবার বিকালে মেহেরপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কালাচাঁদপুরে কম্বল বিতরণ করা হয়। জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন উপস্থিত থেকে কালাচাঁদপুরে প্রায় সাড়ে ৮ শতাধিক ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করেন। 

এ সময় সেখানে বক্তব্য রাখেন ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, নাসির উদ্দিন প্রমুখ। কম্বল বিতরণ অনুষ্ঠানে পৌর মেয়র ও যুবলীগের আহবায়ক মাহফুজুর রহমান রিটন বলেন আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন বলেই আজকে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি। আগামীতে এ ভাবে যাতে আপনাদের সেবা দিতে পারি তার জন্য সকলে আমার জন্য দোয়া করবেন। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা যুবলীগের সদস্য ইয়ানুস আলী, উজ্জল হোসেন, সুমন, মাসুম, ছাত্রলীগ নেতা মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।