মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় নিহত এক

প্রকাশ : 2022-06-05 14:40:55১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় নিহত এক

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি ও দীনদ্বত্ত ব্রীজের মাঝামাঝি দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহমান (২৭) নামের যুবক নিহত ও তার সঙ্গী সাইফ আব্দুল্লাহ (২৭) মারাত্বক আহত হয়েছেন। শনিবার (৪ জুন) বিকালে এ দূর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান মেহেরপুর শহরের ক্যাশবপাড়া সাদেক মোল্লার ছেলে। তিনি আউটসোর্সিংয়ের কাজের সাথে জড়িত ছিলেন। 

স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, আব্দুর রহমান তার বন্ধুকে নিয়ে আসতে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গা যাচ্ছিল। যাওয়ার পথে পথিমধ্যে আমঝুপি বিএডিসি ফার্মের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল দুটি দুমড়ে মুচড়ে যায়। ছিটকে রাস্তার পাশে পড়ে যায় আহতরা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহমানকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর অবস্থা হওয়ায় সাইফ আব্দুল্লাহকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।