মেহেরপুরে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উপলক্ষে আলোচনা সভা 

প্রকাশ : 2021-03-28 08:37:25১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মেহেরপুরে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ উপলক্ষে আলোচনা সভা 

মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে “স্বাধীনতার সুবর্ণজয়ন্তীঃ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল বাংলাদেশ” শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর শহীদ সামসুজ্জোহা নগর উদ্যান এর মফিজুর রহমান মুক্তমে  এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। 

মেহেরপুর সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মাসুদুল আলমের স ালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল, সিভিল সার্জন ডাঃ মোঃ নাসির উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, প্রফেসর হাসানুজ্জামান মালেক, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ ইয়ারুল ইসলাম, মেহেরপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হালিম,যুগ্ম সম্পাদক অ্যাডঃ ইব্রাহিম শাহীন,পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা প্রমুখ।