মেহেরপুরে যৌথ অভিযানে ২২ কেজি গাঁজাসহ আটক ৪
প্রকাশ : 2024-11-07 13:53:49১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মেহেরপুরে সেনাবাহিনী, বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পৃথক দুইটি যৌথ অভিযানে ২২ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে মাদক কেনাবেচার ২ লাখ ৫৬ হাজার টাকা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকালে পৃথক স্থান থেকে তাদের আটক করে যৌথবাহিনী। আটকরা হলেন- কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ভাগজাতপুর গ্রামের ইসমাইল মণ্ডলের স্ত্রী তিলোক জান (৪৫), একই উপজেলার মুন্সিগঞ্জ অক্টোর নগর গ্রামের আসমত ব্যাপারীর স্ত্রী কোহিনুর খাতুন (৫০), মেহেরপুরে গাংনী উপজেলার নওয়াপাড়া গ্রামের নবীনপুরের মৃত ইউনুস আলীর ছেলে ইন্তাজুল হোসেন ওরফে ইন্তা (৪৮) ও একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে জয়নাল আবেদীন (৪৬)।
মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাসেম জানান, মাদক পাচার হচ্ছে এমন গোপন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ আর্টিলারি রেজিমেন্টের ক্যাপ্টেন রওশনের নেতৃত্বে মেহেরপুর কুষ্টিয়া সড়কের জোড়পুকুরিয়া নামক স্থানে অভিযান চালানো হয়। এ সময় ৮ কেজি গাঁজা, তিনটি মোবাইল ফোন, নগদ ৭ হাজার টাকা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ব্যাটারিচালিত পাখি ভ্যানসহ তিলোক জান, কোহিনুর খাতুন ও ইন্তাজুলকে আটক করা হয়।
তিনি আরও জানান, এছাড়াও সাহারবাটি ডিসি ইকো পার্কের গুচ্ছগ্রামের জয়নাল আবেদীনের বাড়িতে অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজা, ১৭ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ ২ লাখ ৫৬ হাজার টাকা উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।
অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অংশগ্রহণ করে বলেও জানান তিনি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল বলেন, যৌথবাহিনীর অভিযানে আটকদের থানায় হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।
সা/ই