মেহেরপুরে মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিলসহ আটক ২

প্রকাশ : 2022-03-27 10:07:49১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মেহেরপুরে মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিলসহ আটক ২

মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ফেন্সিডিলসহ দুই জনকে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার বিকেলের দিকে মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রাম থেকে ৮ বোতল ফেন্সিডিলসহ রাজু মিয়া ও কাবুল নামের দুই জনকে আটক করা হয়। আটককৃতরা মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের আহসান আলীর ছেলে রাজু মিয়া (২২) ও একই গ্রামের কুরবান আলীর ছেলে কাবুল হোসেন (৩৫)। 

ডিবি পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই সুলতান মাহমুদের নেতৃত্বে এএসআই মাহাতাব, এএসআই আহসান হাবিব সহ সঙ্গীয় ফোর্স নিয়ে শোলমারী গ্রামে অভিযান চালান। এসময় রাজু মিয়া ও কাবুলকে আটক করার পর তাদের কাছ থেকে ৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিযন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।