মেহেরপুরে বেগম রোকেয়া স্মরণে বর্ণাঢ্য র‌্যালী ও  আলোচনা সভা

প্রকাশ : 2021-12-30 10:08:45১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মেহেরপুরে বেগম রোকেয়া স্মরণে বর্ণাঢ্য র‌্যালী ও  আলোচনা সভা

মেহেরপুর পৌর সভার আয়োজনে জেন্ডার অ্যাকশন প্ল্যান বাস্তবায়নের লক্ষ্যে নারী জাগরণের পথিকৃৎ মহীয়সী নারী বেগম রোকেয়া স্মরণে  র‌্যালী ও আলোচনা সভা ও অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টার দিকে মেহেরপুর পৌর সভার মেয়র মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে মেহেরপুর পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি র‌্যালী বের হয়ে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়। 

র‌্যালী শেষে মেহেরপুর পৌর কমিউনিটি হলের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, পৌর কাউন্সিলর আল-মামুন,নুরুল আশরাফ রাজীব, হামিদা খাতুন, শিউলি আক্তার, আল্পনা খাতুন, উপ-সহকারী প্রকৌশলী মহাসিন আলী, বস্তি উন্নয়ন কর্মকর্তা জাহিদুর রহমান প্রমুখ।