মেহেরপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ
প্রকাশ : 2022-03-03 10:29:54১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
কেন্দ্রীয় বিএনপি’র কর্মসূচি হিসেবে মেহেরপুর জেলা বিএনপি’র উদ্যোগে চাল, ডাল, তেল ও মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। বুধবার বিকালে মেহেরপুর জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ রফিকুল ইসলাম। মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে ও পৌর বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, বর্তমানে যে সিইসি গঠিত হয়েছে সেটি বর্তমান সরকারেরই একটি নব কৌশল। তারা যে আইন করেছে সেই আইন কিংবা সিইসি এর মাধ্যমে সঠিকভাবে নির্বাচন হবে না। এর আগে যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে সেই নির্বাচন কমিশনের মাধ্যমে দিনের ভোট রাতে হয়েছে। বিনা ভোটের সরকার গঠিত হয়েছে। এই নির্বাচন কমিশন নিয়ে আমাদের মাথা ব্যাথা নেই আমাদের দাবি একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন।
এসময় আরো বক্তব্য রাখেন গাংনী-২ আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান, জাভেদ মাসুদ মিল্টন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ। বিক্ষোভ সমাবেশে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেয়।