মেহেরপুরে বিএনপি’র পদযাত্রা
প্রকাশ : 2023-02-26 12:54:06১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত ১০ দফা দাবিতে জেলা ব্যাপি পদযাত্রা অংশ হিসেবে মেহেরপুরে জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি মাসুদ অরুনের নেতৃত্বে আজ শনিবার সকাল সাড়ে দশটার দিকে মেহেরপুর কলেজ মোড় গো-হাঠ থেকে পদযাত্রা নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এসে শেষ হয়। এসময় মেহেরপুর জেলা বিএনপি’র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপিত এ্যাড. মারুফ আহাম্মেদ বিজন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম সহ জেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল, কৃষকদল, তাঁতীদল ও অন্যান্য নেতৃবৃন্দার অংশগ্রহণ করেন।
পদযাত্রা শেষে সভাপতির বক্তব্যে মাসুদ অরুন বলেন, এই সরকারের অধীনে কোন নির্বাচন বিএনপি করবে না। সরকারের সাথে কোন আপোশ করা হবে না। জনগনের দাবিতে বিএনপি রাজপথে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে জনগনের সরকার প্রতিষ্ঠা করবে। সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত বেগম খালেদা জিয়ার মুক্তি সহ নেতাকর্মিদের মুক্তির দাবি জানান তিনি।