মেহেরপুরে চাদাঁ দাবির মামলায় নারীসহ তিনজন গ্রেপ্তার

প্রকাশ : 2022-11-30 18:57:04১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মেহেরপুরে চাদাঁ দাবির মামলায় নারীসহ তিনজন গ্রেপ্তার

প্রেমের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক স্থাপন, তারপর ব্লাক মেইল করে চাঁদ আদাঁয়। এমন অভিযোগে মেহেরপুর শহরের আবাসিক হোটেলের মালিক, ছেলে ও এক নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শহরের আটলান্টিক আবাসিক হোটেলে এবং বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বুধবার বিকেলে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটকৃতরা হলো, শহরের শিশুবাগান পাড়ার মৃত কিয়ামুদ্দীনের ছেলে হোটেল আটলান্টিকের মালিক মতিয়ার রহমান (৫২) তার ছেলে মামুন রহমান (৩০) ও সদর উপজেলার হিজুলী গ্রামের ছানোয়ার হোসেনের স্ত্রী ছন্দা খাতুন (৩০)। অভিযানে নেতৃত্বে  দেন তদন্ত অফিসার মেজবাহ উদ্দীন আহমেদসহ সদর ও ডিবির পুলিশের একটি দল।  

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সম্প্রতি সময়ে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের মনোয়ার হোসেন নামের এক এনজিও কর্মী সদর থানায় নারী চক্রের প্রধান হোতো প্রিয়া খানকে আসামি করে প্যানাল কোড ৪১৭/৩৮৫/৩৮৬/৫০৬ ধারায় একটি মামলা দায়ের করেন (মামলা নং ৩২, তারিখ ২২/১১/২০২২ইং)। গত ২২ নভেম্বর ব্লাকমেইল করে অর্থ হাতিয়ে নেওয়ার মূল হোতা নাজনীন খান প্রিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ঐ তিনজনকে মামলায় জড়িত থাকার অপরাধে গ্রেপ্তার করা হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ চক্রের সাথে জড়িত বাকিদের আটকের চেষ্টা চলছে। অভিযান অব্যহত রয়েছে। আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। আদালত রিমান্ড মঞ্জুর করলে অনেক তথ্য বেরিয়ে আসবে বলে জানান তিনি।