মেহেরপুরে কৃষি ব্যাংক কর্মকর্তা ৫২পিস ইয়াবাসহ আটক 

প্রকাশ : 2022-03-05 19:38:33১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মেহেরপুরে কৃষি ব্যাংক কর্মকর্তা ৫২পিস ইয়াবাসহ আটক 

মেহেরপুরের দারিয়াপুর কৃষি ব্যাংক কর্মকর্তা মোস্তফা মনোয়ারকে ৫২ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। নিজের সহকর্মীকে ফাঁসাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন মেহেরপুরের দারিয়াপুর কৃষি ব্যাংকের অফিসার মোস্তফা মনোয়ার। শুক্রবার রাত ১টার দিকে মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়া প্রগতি ক্লিনিকের পাশে নুরজাহান ভিলা নামক একটি বাড়িতে এ ঘটনা ঘটে। ৫২ পিস ইয়াবাসহ তাকে আটক করে থানায় নেওয়া হয়েছে। 

পুলিশ জানায় দারিয়াপুর কৃষি ব্যাংক শাখার অফিসার মোস্তফা মনোয়ার একই শাখার সিনিয়র অফিসার তৌহিদুর রহমান বাবু কে ফাঁসানোর জন্য নিজের ঘরে ইয়াবা রেখে দেয়। শুক্রবার রাতে মোস্তফা মনোয়ার নেশাগ্রস্থ অবস্থায় শহরের স্টেডিয়াম পাড়ার ভাড়া বাড়িতে প্রবেশ করে। একই বাসায় ভাড়া থাকা সিনিয়র অফিসার বাবুর একটি পালসার মোটরসাইকেল (পাবনা-ল-১১-৫৫৬৩) ভাঙচুর করে। পরে দ্বিতীয় তলায় উঠে তার সহকর্মী বাবুর ঘরের দরজায় সজোরে আঘাত করতে থাকে। তাদের চিৎকারের শব্দ শুনে সেখানে স্থানীয়রা জড়ো হন। স্থানীয়রা ও বাড়ির মালিক তাকে আটক করে খবর দেয় মেহেরপুর সদর থানা পুলিশকে। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন এবং উপস্থিত হন কৃষি ব্যাংকের আর এম ও সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

স্থানীয় ও পুলিশ দেখে মনোয়ার তার সহকর্মী বাবুকে ফাঁসানোর জন্য বলেন সে আমাকে ইয়াবা দিয়ে ফাঁসাতে চেয়েছিল সে কারণে রাগে ক্ষোভে মোটরসাইকেল ভাঙচুর করে। মেহেরপুর সদর থানার তদন্ত ওসি জুলফিকার আলি জানান, মেহেরপুর সদর ফাঁড়ির ইনচার্জ আবুল হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা মোস্তফা মনোয়ার এর রুম তল্লাশি করেন। ঘটনাস্থালে চকলেটের প্যাকেটে রাখা ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ইয়াবা সেবনের সরঞ্জামাদি উদ্ধার করে রাত ১টার দিকে তাকে আটক করে মেহেরপুর সদর থানায় নেওয়া হয়। তার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।