মেক্সিকোয় ১২ জনের খন্ডিত লাশ উদ্ধার

প্রকাশ : 2023-09-27 12:29:08১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মেক্সিকোয় ১২ জনের খন্ডিত লাশ উদ্ধার

মেক্সিকোর উত্তরাঞ্চলীয় মন্টেরি শহরের আশপাশে ১২ জনের মরদেহ বিকৃত অবস্থা পাওয়া গেছে। মরদেহগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।

কর্তৃপক্ষ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) জানিয়েছে, উদ্ধার হওয়া খণ্ড মরদেহগুলো নিয়ে তদন্ত শুরু করেছে তারা। পাশাপাশি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্তেরও চেষ্টা চলছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সবমিলিয়ে ১২ জনকে হত্যা করা হতে পারে।

নুয়েভো লিওন রাজ্যের প্রধান নিরাপত্তা কর্মকর্তা জেরার্ডো প্যালাসিওস বলেছেন, প্রতিবেশী তামাউলিপাসে অবস্থিত একটি সন্ত্রাসীদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধে এই হত্যাকাণ্ডে হতে পারে।

২০০৬ থেকে মাদক পাচারের বিরুদ্ধে বিতর্কিত সামরিক অভিযান শুরু করে মেক্সিকো সরকার। ওই সময়ের পর থেকে দেশটিতে ৪ লাখ ২০ হাজারের বেশি হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে দেশটিতে।

 

সান