মেক্সিকোতে মেয়রসহ ১৯ জনকে হত্যা
প্রকাশ : 2022-10-06 10:16:55১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মেক্সিকোর সান মিগুয়েল টোটোলাপান শহরে বন্দুকধারীদের হামলায় মেয়রসহ অন্তত ১৯ জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বিষয়টি নিশ্চিত করেছে।
বুধবার (৫ অক্টোবর) দুপুর ২টার দিকে সিটি হলে ঢুকে এই হত্যাযজ্ঞ চালায় বন্দুকধারীরা।নিহত মেয়রের নাম কনরাডো মেন্ডোজা আলমেদা। হতাহত ব্যক্তিদের মধ্যে পুলিশ কর্মকর্তাসহ কাউন্সিল কর্মীরা রয়েছেন।
নিহত মেয়রের নাম কনরাডো মেন্ডোজা আলমেদা। তার বাবা হুয়ান মেন্ডোজা অ্যাকোস্টাও ছিলেন সিটি মেয়র। হামলার আগে বাড়িতে ঢুকে তাকেও গুলি করে হত্যা করা হয়।
ঘটনার পর তার দল পিআরডি কনরাডোর এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছে। তারা হামলার জন্য দায়ী করেছে লস টেকুইলেরোস নামক একটি অপরাধী গোষ্ঠীকে।
এদিকে, হামলার পর দেশোটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বন্দুকধারীদের খুঁজে বের করতে ওই এলাকায় সেনা ও নৌবাহিনী মোতায়েন করা হয়েছে।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বিবিসি জানায়, হামলার কিছু সময় আগে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ লস টেকিলেরোসের সদস্যরা এই অঞ্চলে ফিরে আসার ঘোষণা দিয়ে সামাজিক মাধ্যমগুলোতে একটি ভিডিওবার্তা প্রকাশ করে। তারা নিরাপত্তা বাহিনীকে শহরে প্রবেশে বাধা দেওয়ার জন্য বড় যানবাহন দিয়ে মহাসড়ক অবরুদ্ধ করে রেখেছিল।
এ ঘটনায় গুয়েরেরোর প্রাদেশিক গভর্নর ইভলিন সালগাডো পিনেদা টুইট বার্তায় গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন।