মুন্সীগঞ্জ-১ এ নির্বাচনের পরও ঝুলছে ব্যানার, পোস্টার
প্রকাশ : 2024-01-11 11:55:15১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
শেষ হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন শেষে হলেও এখনও পুরোপুরি ব্যানার-পোস্টারমুক্ত হয়নি মুন্সীগঞ্জ-১ (শ্রীনগরর-সিরাজদিখান) উপজেলা। উপজেলার রাস্তাঘাট, অলিগলি, দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনে এখনও ঝুলছে ব্যানার, পোস্টার ও প্রার্থীর প্রতীক। এতে শ্রীহীন হয়ে পড়েছে মুন্সীগঞ্জ-১ আসন। এসব প্রচারসামগ্রী অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) উপজেলার বিভিন্ন ওয়ার্ড এলাকা ঘুরে এসব দৃশ্য দেখা গেছে। কিছু কিছু এলাকার রাস্তার ব্যানার সরানো হলেও রয়ে গেছে অলিগলিতে।
ডাকবাংলো, চকবাজার, উপজেলার আস পাশ,সহ এলাকায় পোস্টারের ছড়াছড়ি। কোথাও পোস্টার ছিঁড়ে ঝুলছে বিদ্যুতের খুঁটির সঙ্গে, কোথাও শুধু রশি ঝুলছে। কোথাও বড় বড় ব্যানার ও প্রার্থীর প্রতীক রাস্তার ওপর ঝুলছে। এছাড়া কোথাও পোস্টার মাটিতে পড়ে আছে।
এই বিষয় ফোনে কথা হয়, শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসেন এর সাথে, তিনি বলেন, আপনি অফিসে আসেন। ফোনে বক্তব্য দেই না।
সান