মুন্সীগঞ্জ-১ আসনে সিরাজদিখানে নৌকার পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ

প্রকাশ : 2023-12-28 15:58:55১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সীগঞ্জ-১ আসনে সিরাজদিখানে নৌকার পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মুন্সীগঞ্জ-১ আসনে সংসদ সদস্য প্রার্থী মহিউদ্দীনের সমর্থনে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে নৌকার পক্ষে গণসংযোগ, মিছিল,পথসভা ও লিফলেট বিতরণ করেন মধ্যপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ অর্থ সম্পাদক শেখ আব্দুল করিমসহ নেতৃব নেতৃবৃন্দরা।

আজ বৃহস্পতিবার উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক শেখ আব্দুল করিমের নেতৃত্বে মধ্যপাড়া আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যপাড়া বাজার থেকে শুরু করে মালখানগর চৌস্তা, ইছাপুরা বাজার,জৈনসার তেমনি মোড়, সিরাজদিখান বাজার,কেয়াইন নিমতলা বাজারের বিভিন্ন ওয়ার্ডে এ গণ সংযোগ করেন। গণসংযোগকালে নেতৃবৃন্দ দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারী আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন আহম্মেদকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার প্রার্থনা করেন।

সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক শেখ আব্দুল করিম বলেন, এটা কোন ব্যক্তির নির্বাচন নয়, প্রতীকের নির্বাচন। আমরা সকলেই নৌকার পক্ষের শক্তি। আমরা আওয়ামীলীগ পরিবার ঐক্যবদ্ধ আছি। জননেত্রী শেখ হাসিনা মহিউদ্দিন আহম্মেদকে মনোনয়ন দিয়েছেন, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতীক। আমরা তার পক্ষেই কাজ করবো। দেশে শান্তি প্রতিষ্ঠা করতে হলে নৌকা ছাড়া কোন বিকল্প নেই। শেখ হাসিনা বিজয়ী হওয়া মানে বাংলাদেশ বিজয়ী হওয়া। আমরা আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চাই। আমরা ঐক্যবদ্ধ ভাবে নৌকাকে বিজয়ী করতে চাই। আওয়ামীলীগ ক্ষমতায় না থাকলে দেশের উন্নয়নের ব্যাঘাত ঘটবে। তাই সকলকে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের স্বার্থে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, মধ্যপাড়া ইউপি সদস্য দীন ইসলাম,মহিলা ইউপি সদস্য হাসনা হেনা, নারী নেতৃ শেফালী বেগম, মধ্যপাড়া ইউপি সদস্য মোঃ আবু বক্কর খান, মধ্যপাড়া ইউপি সদস্য মোঃ আসাদুজ্জামান, সাবেক ছাত্র নেতা বিল্লাল হোসেনসহ শতশত জনতা উপস্থিত ছিলেন।

 

সান