মুন্সীগঞ্জ-১ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন মাহী বি চৌধুরী 

প্রকাশ : 2023-12-01 17:58:41১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সীগঞ্জ-১ আসনে মনোনয়ন পত্র জমা দিলেন মাহী বি চৌধুরী 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান- শ্রীনগর) আসনে   মনোনয়নপত্র জমা দিয়েছেন মাহী বি চৌধুরী । তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাব্বির আহম্মেদের কাছে আচরনবিধি মেনে মনোনয়নপত্র জমা দেন তিনি। এ সময় সিরাজদিখান কোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ এইচ এম সাইফুল ইসলাম, সিরাজদিখান উপজেলা বিকল্পধারার আহব্বায়ক শাহ আলম আলমাস, বিকল্পধারা কেন্দ্রীয় যুবধারার সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, সিরাজদিখান উপজেলা বিকল্পধারার  সিরাজদিখান উপজেলা সদস্য সচিব হাজী ইছাক মাসুদ পারভেজসহ প্রার্থীর সমর্থনকারী ও প্রস্তাবকারী উপস্থিত ছিলেন।