মুন্সীগঞ্জ শিল্পকলার মঞ্চে নাটক নিয়ে আসছে প্রজন্ম থিয়েটার   

প্রকাশ : 2024-12-25 17:50:49১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সীগঞ্জ শিল্পকলার মঞ্চে নাটক নিয়ে আসছে প্রজন্ম থিয়েটার   

এক ঝাঁক নতুন পুরাতন নাট্যকর্মীর সমন্বয়ে মঞ্চে আসছে প্রজন্ম থিয়েটার, মুন্সীগঞ্জ। আগামী ২৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৪ টায় জেলা শিল্পকলা একাডেমির মঞ্চ মাতাবেন এই নাট্য সংগঠনের দুই ডজন কর্মী। নতুন এই নাট্য সংগঠনটি প্রথম মঞ্চে আসছেন।   দর্শক মাতাতে টানা ১৫ দিন চলছে নাটকের রিহার্সাল। নাটকের নাম ছিন্নমুকুল। এই সংগঠনের নাট্যকর্মীদের জন্য নতুন নাটক এটি। নাট্য সংগঠনটিও নতুন। মঞ্চে প্রজন্ম থিয়েটারের প্রথম প্রযোজনা এটি। নাটক লিখেছেন জাহাঙ্গীর আলম ঢালী। নির্দেশনায় আছেন সুূদিপ দাস দ্বীপ। 

আগামী ২৭ ডিসেম্বর বিকেল ৪.৩০ মিনিটে প্রজন্ম থিয়েটার, মুন্সীগঞ্জের লোগো উম্মোচন, আলোচনা সভা এবং নাটক মঞ্চায়নের মধ্য দিয়ে সংগঠনটির যাত্রা শুরু হবে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মুন্সীগঞ্জ পৌর বিএনপির সভাপতি এ কে এম ইরাদত  মানু। সভায় সভাপতিত্ব করবেন প্রজম্ম থিয়েটারের আহ্বায়ক সাংবাদিক মোজাম্মেল হোসেন সজল। 

প্রজম্ম থিয়েটারের প্রসঙ্গে সংগঠনের আহ্বায়ক মোজাম্মেল হোসেন সজল বলেন, মুন্সীগঞ্জের একটি ফ্যাসিবাদী নাট্য সংগঠন পর্যায়ক্রমে একদল নাট্যকর্মী বেরিয়ে আসতে বাধ্য হয়। ওই সংগঠনে আমিও একজন গুরুত্বপূর্ণ পদে ছিলাম। ফ্যাসিবাদী ওই নাট্য সংগঠনটি একটা সময় স্বামী-স্ত্রীর সংগঠনে পর্যবাসিত হয়। ধীরে ধীরে ওই সংগঠন ছাড়েন অনেকে। ওই সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সুদিপ দাস দ্বীপসহ তার পরিবারের সবাই সংগঠনটি ছেড়ে দেয়। সুদিপের বাবা সুবল দাস, ভাই প্রদীপ চন্দ্র দাস এবং তার তিন বোন, ভাগ্নেসহ পরিবারটি মুন্সীগঞ্জ শহরে একটি সাংস্কৃতিক পরিবার হিসেবে পরিচিত। তারা দীর্ঘদিন ধরে সংস্কৃতি চর্চা থেকে বিরত রয়েছেন। আওয়ামী লীগ আমলে এই ফ্যাসিবাদ চক্রটি শিল্পকলা একাডেমিসহ মুন্সীগঞ্জের সংস্কৃতি অঙ্গনকে কুক্ষিগত করে রাখে। 

পুনরায় সংস্কৃতি চর্চায় ফিরে আসার লক্ষে আমরা গঠন করি প্রজন্ম থিয়েটার, মুন্সীগঞ্জ। এক মনোমুগ্ধকর পরিবেশ সৃষ্টি করে আমরা আয়োজন করতে যাচ্ছি আমাদের প্রথম প্রয়োজনা নাটক ছিন্নমুকুল। সুদিপ দাস দ্বীপ এই নাটকের নির্দেশনা দিচ্ছেন এবং পাশাপাশি নাটকের মূল চরিত্রে অভিনয়ও করছেন। পুরনো নাট্যকর্মী হিসেবে ঋত্তিক, হ্নদয়, অনিক ও জয়ের মতো ভালো মানের অভিনেতারা রয়েছেন এই সংগঠনে এবং নাটকে। 

নাটকের নির্দেশক হিসেবে সুদিপ দাস দ্বীপ তার অভিনয় জীবনের অভিজ্ঞতার পুরোটাই কাজে লাগাচ্ছেন এই নাটকে৷ সুদিপ দাস দ্বীপ দর্শকদের দারুণ একটা নাটক উপহার দিবেন বলে তার বিশ্বাস।নাটকের নির্দেশক হিসেবে সেভাবেই তিনি নাটকের অভিনেতা অভিনেত্রীদের তৈরি করছেন।