মুন্সীগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি জুয়েল ও সম্পাদক জনি 

প্রকাশ : 2024-01-27 11:05:05১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি জুয়েল ও সম্পাদক জনি 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মীর বাছির উদ্দিন জুয়েল (ইত্তেফাক) ও সাধারণ সম্পাদক সুজন হায়দার জনি (ডিবিসি)। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাহিত্য সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নজরুল হাসান ছোটন এবং তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক পদে আব্দুস সালাম।

শুক্রবার  নির্বাচন শেষে বিকেলে এ ফলাফল ঘোষণা করা হয়। এর আগে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ নির্বাচনে ভোটাররা ভোট প্রয়োগ করেন।

কমিটির অন্যান্য পদে নির্বাচিত সদস্যরা হলেন সহ-সভাপতি রশীদ আহমদ ও গুলজাল হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে সুজন পাইক, কোষাধ্যক্ষ পদে মুহাম্মদ সাইফুর রহমান টিটু, সাংগঠনিক সম্পাদক পদে রাজিবুল হাসান জুয়েল, দপ্তর সম্পাদক পদে মোঃ মাসুদ রানা ও ক্রীড়া সম্পাদক পদে আরাফাতুজ্জামান বাবু।  

এছাড়া কার্যকারী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মাহবুবুর রহমান, সোনিয়া হাবিব লাবনী, ভবতোষ চৌধুরী নুপুর, মোজাম্মেল হোসেন সজল, তানজিল হাসান, মীর নাসিরউদ্দিন উজ্জ্বল ও শেখ মোঃ রতন। 

নির্বাচনী দায়িত্ব পালন করেন নির্বাচনী ব্যবস্থাপনা কমিটির সদস্য মঞ্জুর মোর্শেদ, ফারহানা মির্জা ও মোঃ আরিফ উল ইসলাম।