মুন্সীগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটির আহবায়ক মিজানুর রহমান সিনহা , সদস্য সচিব মহিউদ্দিন  আহমেদ

প্রকাশ : 2025-02-02 17:51:29১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সীগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটির আহবায়ক মিজানুর রহমান সিনহা , সদস্য সচিব মহিউদ্দিন  আহমেদ

মুন্সীগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা কে আহবায়ক ও মুন্সিগঞ্জ ৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল হাইয়ের ভাই মহিউদ্দিন আহমেদ কে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট মুন্সীগঞ্জ জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

২রা ফেব্রুয়ারি রোববার সকালে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।  কমিটির নিবাচিত অন্য সদস্যরা হলেন সিরাজদিখান উপজেলার মো. আব্দুল্লাহ, শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম মৃধা, যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা শ্রীনগর উপজেলার বাসিন্দা আব্দুল বাতেন শামীম, গজারিয়া উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ ও টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিরুল হোসেন দোলন।