মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান

প্রকাশ : 2022-02-08 21:18:32১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৮ই ফেব্রুয়ারি ২০২২ইং  সন্ধ্যায়  মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাব এর অস্থায়ী কার্যালয় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি কাজী বিপ্লব হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক  ও বাংলা টিভির মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ রুবেল মাদবর,   মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ঢাকা পত্রিকার মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি  নাজমুল হাসান মিলন, দৈনিক এই বাংলা ও নিউজ সেভেনটি ওয়ান ডট টিভির স্টাফ রিপোর্টার  ও মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ শাহনাজ বেগম হীরা, দৈনিক জনতা পত্রিকার জেলা প্রতিনিধি ও মুন্সিগঞ্জ জেলা অনলাইন  প্রেসক্লাবের মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা আক্তার রিতা,   মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলা, বাংলাদেশ পোস্ট বিডি ডট কম এর মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ রুবেল, দৈনিক নতুন দিন ও জাগো মুন্সীগঞ্জের জেলা প্রতিনিধি ও প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সালমান হাসান, মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক বঙ্গ টিভির জেলা প্রতিনিধি মো. সুমন. মুন্সিগঞ্জ ভয়েজ এর প্রতিনিধি ও মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের আইন বিষয়ক সম্পাদক গাজী মোঃ আসাদুজ্জামান, দৈনিক সবুজ নিশান পত্রিকার স্টাফ রিপোর্টার ও মুন্সিগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফরহাদ মিয়া, মুন্সিগঞ্জ  অনলাইন প্রেসক্লাবের সদস্য সাখাওয়াত হোসেন মানিক, সাবেক সভাপতি শামসুল হুদা হিটু,সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। 

আলোচনা সভায় সকলের মতামতের ভিত্তিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস উদযাপনের লক্ষ্যে কর্মসূচি নির্ধারণ করা হয়। একই সাথে নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত কর্মসূচী নিয়েও আলোচনা করেন উপস্থিত সদস্যবৃন্দ৷  

অনুষ্ঠান দুটিকে সাফল্যমন্ডিত করতে সভাপতি কাজী বিপ্লব হাসান সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন ও  উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সভার সমাপ্তি ঘোষণা করেন।