মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে হুইল চেয়ার এবং ট্রলি অনুদান
প্রকাশ : 2025-10-28 11:49:27১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, মুন্সীগঞ্জ-এ রোগীদের সমস্যা দেখে ৫টি হুইল চেয়ার ৪টি ট্রলি প্রদান করেছেন রাজু আহম্মেদ রাজা, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, মুন্সীগঞ্জ শহর, মোঃ খলিলুর রহমান, নেতা ২নং ওয়ার্ড বিএনপি। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল মহিউদ্দিন আহম্মেদ, সদস্য সচিব, মুন্সীগঞ্জ জেলা বিএনপি কিন্তু বিশেষ কারনে উপস্থিত হতে পারেনি বলে দুঃখ প্রকাশ করেছেন। আরও বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন এ কে এম ইরাদত মানু, আহবায়ক, মুন্সীগঞ্জ শহর বিএনপি ও সাবেক মেয়র, মুন্সীগঞ্জ পৌরসভা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ আহাম্মদ কবীর, তত্ত্বাবধায়ক, জেনারেল হাসপাতাল, মুন্সীগঞ্জ। আরও উপস্থিত ছিলেন শিশু বিশেষজ্ঞ ডাক্তার হেলাল উদ্দিন মিজান, মোঃ শাহীন মিয়া, সাবেক ভিপি, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সীগঞ্জ। সার্বিক সহযোগীতায় নজরুল ইসলাম মামুন, সাংগঠনিক সম্পাদক নেতা ২নং ওয়ার্ড বিএনপি, শফিকুর রহমান রিপন, নেতা ২নং ওয়ার্ড বিএনপি। এছাড়াও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী বিপ্লব হাসান, মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ দেওয়ান সৌরভ, সাধারণ সম্পাদক আনিছুর রহমান রলিন সহ সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি তার বক্তৃতায় বলেন সমাজে যদি প্রভাবশালী ব্যক্তিরা দুস্থ্য মানুষের সাহায্যে এগিয়ে আসতো তাহলে সমাজটা কতটাইনা সুন্দর হতো।