মুন্সীগঞ্জে ১৩ লাখ টাকার জাটকা আটক 

প্রকাশ : 2026-01-09 18:08:22১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সীগঞ্জে ১৩ লাখ টাকার জাটকা আটক 

মুন্সীগঞ্জে গজারিয়ায় ১ হাজার ৮৫০ কেজি জাটকা আটক করেছে কোস্ট গার্ড। শুক্রবার (৯ ই জানুয়ারি) সকাল ৫ টায় গজারিয়া উপজেলার ভবেরচর বাউশিয়া এলাকা থেকে আটক করা হয়। কোস্ট গার্ডের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। 

তথ্য সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল ৫টায় কোস্ট গার্ড স্টেশন ভবেরচর বাউশিয়া সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান এসময় সন্দেহজনক ১টি ট্রাক তল্লাশি করে প্রায় ১২ লক্ষ ৯৫ হাজার টাকা মূল্যের ১ হাজার ৮৫০ কেজি জাটকা জব্দ করা হয়। 

পরে ট্রাক চালক ও হেল্পারের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।জব্দকৃত জাটকা গজারিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা ও গরীব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।